পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s : ] দিকে । খুব সাফ করে থাক তোমরা বেবীকে ৷ ভিতর তরফ কিন্তু সে সব চিজের। জুলুম ও শরীরতে ভরপুর ফের। আফসোস তোদের পরে আয় রিয়াকার। ফিৰাণী কতেবগণ কি কহিব আর ॥ হে আন্ধা ফিৰাণীগণ তোমরা পহেলা । ভিতরেতে কর সাফ রেকাবি পেয়ালা। ভিতর তরফ তার সাফ যদি হবে । আপে আপ বাহিরেতে সাফ হৈয়ে যাবে। তোমরা সফেদ নয় কৰ্বরের মত। সবব বাহার দিক তার খুবছরৎ ৷ হাড়ডি ও ময়লাতে দেখ হরেক প্রকার । ভিতরেতে ভরপুর রয়েছে তাহার। বাহিরেতে তোরা সবে তাহার মাফেক। লোকের নজরে আছ নেক ও সাদেক। লেকিন বেধর্ম্মী আর মক্কর বাজীতে । ভরপুর তোমাদের আছে ভিতরেতে ॥ ফিৰাণী কাতেবগণ তোরা রিয়াকার । নবিদের কর্যে থাক কত্ত্বর তৈয়ার ॥ নেক লোকদের গোর সুন্দর করিয়া । তোমরা সকলে থাক এবাৎ কহিয়া ॥ বাপদাদাদের ওক্তে যদি থাকিতাম । নবীদের খুনে নাছি শরীক হৈতাম। অতএব নবিগণে যাহারা মিলিয়া । সেকালে ফেলিয়াছিল কতল করিয়া ৷ তোমরা যে আওলাদ সে লোকগণের । নিজেরাই হইতেছ সাক্ষী নিজেদের ॥ আপন আপন বাপ দাদা লোকদের । পএমান পুরা কর তোমরা আথের ॥ আয় সাপ আয় কাল সাপের নছল । দোজোকের সাজ কিসে এড়াবি ত বল ৷ ফিরুশ লেম শহরের হলাকতের বাবতে ইসার নবুয়ত । নবী ও আক্কেল বন্দ কাতেবদিগকে । দেখ আমি ভেজে দিব তোদের নজদিকে। তাছাদের বাজে জনে তোমরা ধরিয়া ।