পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

য়ূষফেরে দেখা দিয়া॥ কহিল উঠিয়া তুমি জরু লড়্‌কা লিয়া। মিসর মুলুকে আভি যাও পলাইয়া॥ যবতক আমা হৈতে ফের না শুনিবে। তবতক তুমি সেই মুলুকে রহিবে॥ কতল করিতে তাঁরে হেরোদ বাদ্‌শায়। তল্লাশ করিবে খুব কহিনু তোমায়॥ তাবাদে য়ূষফ উঠে রাতা রাৎ কোরে। জরু লড়্‌কা গিয়া গেল মুলুক মিসরে॥ যবতক হেরোদের মৌৎ না হইল। তবতক সবে গিয়া সেথায় রহিল॥ ফর্ম্মাইলা খোদা যাহা নবির মার্ফতে। সেই বাৎ পূরা দেখ হইল ইহাতে॥ "মিসর মুলুক হৈতে আপন বেটাকে। ডাকিয়া নিলাম আমি" কহিনু তোমাকে॥


বৈৎলেম শহরে লড়কাদের কতল হইবার বয়ান।

 তাবাদে মাজুস লোক বাদ্‌শাহের সাথে। করিলেক দাগাবাজি বুঝিয়া দিলেতে॥ বড় গোশ্‌শা হইলেক তাতে হেরোদের। শুন বলি সে কি তবে করিল আখের॥ মাজুস লোকের কাছে দৈরাফ্‌ত করিয়া। আছিলেক যে ওখৎ ওয়াকেফ্‌ হৈয়া॥ সেই ওক্ত মোতাবেক বৈৎলেম শহরে। আর সেই শহরের সরহদ্‌ ভিতরে॥ দুবরশ আর তার কম উম্মারের। আছিল যতেক লড়্‌কা যতেক লোকের॥ আপনার লোকজন বহুৎ ভেজিয়া। ফেলিল তামাম লড়্‌কা কতল করিয়া॥ যিরিমিয়া নবি আগে যে বাৎ কহিল। ইহাতে তেনার সেই বাৎ পূরা হৈল॥ "নালা ও মাতম আর আওয়াজ কান্নার। শুনা যায় রামৎ শহরে বেশুমার॥ কাঁদিছে রাহেল নিজ লড়্‌কাদের তরে। তশল্লি না মানে তারা গেছে সবে মর‍্যে॥"