পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৫ ]

হেরোদের মৌৎ বাদে য়ূষফের নাসরৎ শহরে যাইবার বয়ান।

 আর হেরোদের মৌৎ হইবার পরে। খোদার ফেরেস্তা গিয়া মুলুক মিসরে॥ খোয়াবেতে য়ূষফের নজ্‌দিকে যাইয়া। কহিলেক এই বাৎ জাহের করিয়া॥ উঠিয়া আপন জরু লড়্‌কা সাথে লহ। ইস্রেলের মুল্লুকেতে ফের তুমি যাহ॥ সবব লড়্‌কার জান লইতে ফেকের। করেছিল যারা মৌৎ হৈয়াছে তাদের॥ তাহাতে সে জরু আর লড়্‌কারে লইয়া। ইস্রেলের মুলুকেতে আইল চলিয়া॥ কিন্তু শুনে হেরোদের বেট আর্খিলায়। বাপের হুদ্দাতে নিজে হুকুম চালায়॥ তাহাতে দেলের বিচে ফের ঘব্‌ড়াইল। এহুদা মুলুকে যেতে দিলেতে ডরিল॥ তাবাদে হুকুম পাইয়া এলাহি হইতে। আখেরে চলিয়া গেল গালিল জিলাতে॥ যাইয়া রহিল তারা শহর নাসরতে। নবির কহায়া বাৎ পূরা হৈল তাতে॥ "তিনিই যে নাসরিয় কহ্‌লা যাইবে।" এই বাৎ লেখা আছে নবির কেতাবে॥


৩ বাব।

এহিয়ার ওয়াজ করিবার বয়ান।

 এহুদা দেশের নাম শুনিয়াছ কানে। এহিয়া নামেতে নবি আছিল সেখানে॥ মএদানে জাহের হৈয়া সেই রাস্তবাজ। আদ্‌মির নজ্‌দিকে এছা করেন আওয়াজ॥ নজ্‌দিক হইল দেখ খোদার রাজাই। তৌবা করহ দেল করিয়া সচ্চাই॥ "মএদানের বিচে দেখ এক রাস্তবাজ। আর দেখ আছে তাঁর এই ত আওয়াজ॥ খাবিন্দের রাহা এবে করহ তৈয়ার। সমান করহ আর রাস্তাটী তেনার॥" এই