পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩২ ] , ইয়া । পিছনেই তার চলিল ধাইয়া। বাদে ইসা মসী ঘরে দুকিল যখন । আইল তাহার সামনে এই দুই জন। তবে কহিলেন ইসা তাহীদের তরে । একাম করিতে আছে মকদর আমারে। এয়ছা একিন কি গো আছে তোমাদের । তাহার কহিল খোদাবন্দ সে খয়ের। তাহদের আঁখে ছু ইয়া কহিলেন ফের। ইমান মাফেক এবে হৌক তোমাদের ॥ তাহাতে তাদের আঁখি গেল যে খুলিয়া। ফের তাহাদেরে শক্ত হুকুম করিয়৷ কহিলেন খবরদার হৈয়া গিয়া রহ । ইহার খবর যেন নাহি পায় কেহ । লেকিন তাহারা দোন রওয়ানা হইয়া। সারা মুল্লকেতে দিলামাণ্ডর করিয়া। o ১০ বাব । বারো শাগরেদকে রওনা করিবার বয়ান । এই সব কাম যবে গেলেক চুকিয় । বারো জন শাগরেদেরে মসীহ ডাকিয় ॥ নাপাক যে সব ৰহু তাহা ছাড়াইতে । হর রকমের ব্যামে আরাম করিতে ॥ হরেক মরজ দেখ করিবারে দূর । তাহাদিগে তিনি তবে দিলেন মকদ্রর। সেই বারো রশুলের এই নাম হয় । পহেলে শিমোন যারে পিতর ভি কয় ॥ আন্দ্রিয় নামেতে তার ভাই এক জন । শিবদির দুই বেটা য়াকোব যোহন। ফিলিপ বর্থলময় থোমা মর্দ্দ আর । তহশীলদার মথি নামটী যাহার। য়াকোব আলফের বেটা শুনহ সকলে । লিস্বেয় যাহাকে ফের থদেয় ভি বলে ॥ তার বাদে এক জন কিনানি শিমোন । আরও এক শকুশ আছে শুন দিয়া মন ॥ মথিরে গ্রেফতার করে যে শকশ বেহুদা । সেই এক জন ঈক্ষরিতীয় এহুদ ॥