পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 8 || ১২ বাব । এৎওয়ারের রেজের বাবতে ফিরশিদের সাথে বাৎ চিৎ করণ । এৎওয়ারের রোজে ইসা সেইত বখতে । ফসলের খেত দিয়া যাইতে যাইতে ॥র্তাহার শাগরেদগণ ভূখা যে আছিল । ফসলের শিষ ছিড়া খাইতে লাগিল৷ এই দেখে তারা মসীহের কাছে কহে । এৎবারের রোজে যাহা মনাছিব নহে ॥ তোমার শাগরেদগণ সেই কাম করে । শুনিয়া কহিলা তিনি তাহাদের তরে। ভূখা হৈলে দায়ুদ ও সাথিগণ তার। কি কাম করিয়াছিল হৈকল মাঝার ॥ নজরের রূটী যাহা থাকে সেখানেতে । কাহেনদার ছাড়া কেহ পারে না থাইতে ॥ দায়ুদ ও সাথিগণ খাইল তাহাই । তোমরাসভে কি ইহা কভি পড় নাই ॥ যতেক কাহেনদার হৈকল মাঝারে । না মানে এৎবার তারা রোজ এৎবারে। তউভি কণ্ডর বন্দ না হয় তাহারা । শরিওত বিচে ইহা পড়নি তোমরা ॥ আর আমি কহিতেছি তোমাদের কাছে । হৈকল হইতে বড় আদমি হেথা আছে। কোরবাণি হইতে জাস্তি চাহি যে মেহের । তোমরা জানিতে যদি মানে এবাতের ॥ তাহা হৈলে যাহাদের নাহিক কণ্ডর 1 তাদের কণ্ডর বন্দ করিতে না আর ॥ সবব আদমির বেটা এখানে হাজের । মালেক হয়েন তিনি রোজ এৎবারের ॥ এক শকশের শুখা হঁত আরাম করিবার বয়ান । রওনা হইয়া ইসা সে জাগা হইতে । গেলেন তাহীদের এবাদং গাহেতে ॥ শুখায়ে গিয়াছে হাত যে এক শকশের । S