পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৩ ] ইহাতে তাহার। তাকে অএছা কছিল ৷ এছিয়া যে বাপ্তিস্ম। দেনেওয়াল ছিল। বাজে বাজে লোকে কহে তুমি সে এহিয়া। বাজে বাজে লোকে কহে তোমারে এলিয়া৷ তুমি য়িরিমিয় ইহা কেহ২ কয়। কিম্বা অন্য নবিদের এক জন হয়। আমি কেট হুই, ফের পুছিলেন তিনি। এবাবতে তোমরা কি কহ তাহা শুনি ॥ জওয়াবে পিতর ইহা করিল জাহির । তুমি যে মসীহ বেটা জিন্দা এলাহির। মসীহ জওয়াব করে কহিল তখন । মুবারক য়ুনসের বেটা হে শিমোন। সবৰ আদমজাদ নজদিকে তোমার । নাহি করিয়াছে এই কথাটা জাহের ॥ লেকিন আমার বাপ যিনি আম্মানের । তোমার নজদিকে ইহা করিলা জাহের। তুমি ভি পাথর, আমি কহি যে তোমারে। আর দেখ আমি এই পাথরের পরে ॥ বানাইব জমাওৎ আমি আপনার । তাহাতে যে পাতালের ফটক আবার ॥ করিতে নারিবে ফতে ইহার উপরে । আর ভি ইহা যে আমি ফর্ম্মাই তোমারে। আসমানি রাজের চাবি দিব তেরা হাতে । তাহাতে বান্ধিব। তুমি যাহা দুনিয়াতে ॥ আত্মানের পরে তাহ বান্ধী ভি যাইবে । আর দুনিয়াতে তুমি যে সব খুলিবে। সে সব যাইবে খোলা আত্মানের পরে। আবার হুকুম তিনি দিলেন তাদেরে। আমি যে মসীহ হই এই সব বাহু । হুশিয়ার কহিও না কাহারো সাক্ষাৎ ॥ আপন মেীতের বাবতে নবুয়ত করিবার আর পিতরের উপরে ইসার মলামত করিবার বয়ান । সেই ত বখৎ হৈতে মসীহ আপনে । কহিতে লাগিল৷