পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ qv ] পড়িবে । পিছেকার লোক যত আগেতে থাকিবে। সবব বহুত লোকে বোলান যাইবে । লেকিন থোড়াই লোক পসন্দিদা হবে ৷ _ আপনার মেীতের বাবতে ইসার পেষ খবরী। বাদে যিৰূশালেমেতে যাবার বখতে । বারো শাগরেদের ইসা লিয়া অলিগেতে ॥ রাস্তার বিচেতে এই কহিলা তখন । যিন্ধশালেমেতে মোরা যেতেছি এখন। সর্দার ইমাম আর কীতেবের হাতে । আদমির বেটারে হবে সুপদ হইতে ॥ বিচার করিয়া দেখ তাহারা সকল । হুকুম করিবে তারে করিতে কতল । ঠাট্টা কর্যে কোড়া মেরে বিন্ধিতে সলিবে । বেজাতের হাতে র্তারে তাহারা সূপিবে। আর দেখ পরে তিনি তেসরা রোজেতে। জিন্দা হৈয়ে উঠিবেন কবর হইতে ॥ সিবদিয়ের কবিলার অগ্রজ ও ইসার জওয়াব । সিবদির জৰু দুই বেটা সাথে নিয়া । মঙ্গীহের নজ দিকে সে ওক্তে আসিয়া। সেজদা করিয়া সে যে তার নজদিগেতে । এরাদ করিল কিছু আরজ করিতে। পুছিলেন ইসা তারে কি চাহি তোমারে । তাছাতে জওয়াবে সে যে কহিল তেনারে। এই মেরা দুই বেটা এর এক জনে । বসিতে তোমার রাজে তোমার ডাহিনে ॥ দোসর জনেরে তেরা বায়েতে বসিতে ৷ মেহের করিয়া হবে হুকুম করিতে। জওয়াব করিয়া ইসা লাগিলা কহিতে । তোমরা যা মাঙ্গ তাহা পার না সমঝিতে। যে পেয়ালা পিব আমি সেই