পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ve 1 বেটা ভেজিল আখের ॥ লেকিন বেটারে দেখে চাষির আবার । আপোসে করিল শল্লা এমত প্রকার। এই শকৃশ ওয়ারেশ ইহারে মারিয়া । ইহার মিলকাৎ লই দখল করিয়া ॥ বাদে তারা সবে মিলে তাহারে ধরিল । খেতের বাহিরে লিয়া কতল করিল। তবে সে খেতের কর্তা যখন আসিবে । সেই চাষীদের তরে বল কি করিবে ॥ তাহারা কহিল, এই বদকারি সবে ৷ খেজালত দিয়া সে যে জাহান্নামে দিবে। আর যারা ওক্ত মতে তারে ফল দিবে। হেন চাষাদের হাতে সে থেত সঁপিবে ॥ তবে ইসা কছিলেন, পাক কেতাবের । এ বাৎ কি ওয়াকেফ নাহি তোমাদের ॥ যে পাথর মিস্ত্রীগণে না পসন্দ কৈল । তাহাই কোনের শেরা হইয়া উঠিল। আর তাহা হইলেক খোদাবন্দ হৈতে। লেকিন তাজুব বড় মোদের কাছেতে। অতএব তোমাদেরে দিতেছি কহিয়া । খোদার বাদশাই তোমাদের হৈতে লিয়া ॥ তাহার লাএক ফল যাহারা আনিবে । হেন অন্য জাতিগণে তাহ দেওয়া যাবে। ঐ পাথরের পরে যে শকৃশ পড়িবে। সেই শকৃশ একেবারে চুরমার হইবে। কিন্তু সে পাথর যার উপরে গিরিবে । একেবারে সেই শক্শে ভাঙ্গিয়া ফেলিবে। তখন ফিৰুণী আর সর্দার ইমাম । শুনিয়া তাহার এই তমশিল তামাম ॥ তাহাদের তরে তিনি কহিলেন ইহা । তাহার সকলে কিন্তু বুঝিলেক তাহা ॥ তাহাকে ধরিতে তারা ফেকের করিল। কিন্তু লোকদের তরে তখন ডরিল ॥ সবব সেখানে লোক আছিলেক যত । নবী বল্যে মসীহেরে তাহারা মানিত ॥