পাতা:ইতিহাস-সার.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার l و اح لا লোকের ন্যায় ছিল । তাহার! স্বদেশ রক্ষাতে এমন সাহসী ও দৃঢ় ছিল ষে জুলিযস. সিজর অতি ধীর হইয়াও তাঁহাদিগকে সহজে পরাস্ত করিতে পারেন নাই । তিনি ৯ বৎসর অনবরত তাহাদিগের সহিত যুদ্ধ করিয়াছিলেন, এবং বোধ হয় দশ লক্ষ লোক এই যুদ্ধে চত হয়, তাহার পর তিনি তাহাদিগকে পরাভব করেন । তদবধি, চতুর্থ খৃষ্টাব্দে রূমরাজ্যের পতন পর্যান্ত, গালের রূমরাজ্যের অধীন ছিল । এই পাঁচ শত বৎসর গালের ক্রমশঃ রোমানদিগের রীতি নীতি অত্যাস করিল । ইতিমধ্যে তাছাদিগের ভাষা পরিবর্তন হইয়া ক্রমশঃ লাটিন ভাষার সদৃশ হইল । কিন্তু তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে ফাঙ্ক নামে জর্ম্মণী দেশস্ত এক জাতীয় লোক গ’ল দেশের অধিকাংশ অধিকার করিল। ঐ ফাঙ্কদিগের অধ্যক্ষের নাম ফরামগু, উাহা হইতে ফান্স নামের উৎপত্তি, এবং তিনি এই দেশে এক-নায়ক রাজতন্ত্রের নিয়ম করেন। ক্লোবিয়স নামে তদ্বংশীয় চতুর্থ রাজা সমুদায় ফান্স দেশ জয় করিয়া প্যারিস নগরে রাজধানী স্থাপন করেন । ক্লোবিয়সের মৃত্যুর পর কয়েকজন ক্ষুদ্র রাজা ফান্স, দেশ আপনাদের মধ্যে বিভাগ করিয়া লন । তৎপরে ৭৩২ খৃষ্টদুদ শরাসনের অসঙ্খ্য সৈন্য সহকারে