পাতা:ইতিহাস-সার.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ? br ইতিহাস-সার। ফুন্সে তীরবর্তি সকল স্থান লণ্ঠন করিতে আরম্ভ করিয়াছিল। ইংলণ্ড দেশের বিবরণে যে দিনামারদিগের নাম উল্লিখিত হইয়াছে তাহার এই নামেন জাতি । তাহার। ফান্সদেশ আক্রমণ করাতে ফরাশীরাজ রল নামে তাহদের সেনাপতিকে এক বৃহৎ প্রদেশ অর্পণ করেন । ঐ প্রদেশে নামেনের বাস করে, এজন্য তাহার নাম নামেণ্ডী । দিগ্বিজয়ী উইলিয়ম, রলার ংশীয় | * দ্বিতীয় প্রকরণ –ফানসরাজ্য। স্থল চারলস, হিউ কাপেট প্রভৃতি রাজাদিগের পর, আর আর অনেক রাজা হইয়াছিলেন, কিন্তু র্তাহীদের সকলের নামোল্লেখ করা অনাবশ্যক । ফিলিপ ১২ ৮৫ সালে রাজত্ব করেন । তিনি অতি সুন্দর ছিলেন, এজন্য গেীরাঙ্গ ফিলিপ ভঁাহার উপনাম হুইয়াছিল । উক্ত কাল অবধি ক্রমাগত এক শত পঞ্চাশ বৎসর ফরাসির ইংলণ্ডীয়দিগের সহিত যুদ্ধ করিয়াছিল । তাহাতে ইংলণ্ডীয়েরা ফুনিসদেশে যে সকল স্থান জয় করিয়াছিল তাহী ক্রমে হারিল । ১৪৬১ অব্দে একাদশ লুইস রাজা হন। তিনি শঠ, বিশ্বাসঘাতক এবং অতি নিষ্ঠর ছিলেন ।