পাতা:ইতিহাস-সার.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ది సి ফুন্সে দেশে যত যশস্বী রাজা ছিলেন, প্রথম ফুন্সিস তন্মধ্যে গণনীয় । তিনি ১৫১৫ অব্দে সিংহাসনারোহণ করিয়া সুইস জাতি ও জর্ম্মনী দেশের সম্রাটের সহিত যুদ্ধারম্ভ করেন । কিন্তু ঐ যুদ্ধে জর্ম্মনী দেশের সম্রাট র্ডাহাঁকে রণবন্দী করেন । ১৫৬• সালে নবম চারলস ফুন্সি দেশের রাজা হন । তিনি দশ বৎসর বয়সে রাজ্যারম্ভ করেন । র্তাহার রাজত্বকালে রূমের পোপের অধীন কাথলিকের মন্ত্রণ করিল, ফান্সদেশে যত প্রটেষ্টান্ট বাস করে, সকলকে বধ করিতে হুইৰে । এই মন্ত্রণা করিয়া সেন্ট-বর্থলোমিউয়ের পর্কের রাত্রে তাহারা ঐ ধর্ম্মাবলম্বী সঞ্চল মনুষ্যকে বিনাশ করিল। কথিত আছে ঐ রাত্রে অস্থান এক লক্ষ মহাপ্রাণী বধ হয় । এই হত্যার জন্য চারলসের রাজত্ব কলঙ্কিত হইয়াছে । চারল স ১৬৭৪ অব্দে পরলোক গমন করেন । চারলসের পর আর এক জন রাজা হন, তৎপরে চতুর্থ হেনরী, ১৫৮৯ অব্দে, রাজ্য গ্রহণ করেন। তিনি অতি সজ্জন বীর এবং দাতা ছিলেন, তজ্জন্য প্রজার উাহাকে স্নেহ করিত। এখন পর্য্যন্ত ফরাসীরা তাহার যথেষ্ট অনুরাগ করিয়া থাকে। কিন্তু তাহদের স্নেহে উাহার প্রাণ রক্ষা হয় নাই। তিনি এক দিৱস শঙ্ক ృ e