পাতা:ইতিহাস-সার.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । > Rン পুর্ব্ব রূম রাজ্যের বিখ্যাত সেনাপতি বেলিসেরিয়স তাহাদিগকে রূমরাজ্য হইতে দূরীক্লত করেন । তদবধি পুর্ব্ব ও পশ্চিম রাজ্য একত্রিত হইয়াছিল । পরে, ৫৬৯ অব্দে, লম্বড নামে উত্তরবাসী অসত্যের ইটালী আক্রমণ করিয়া, তাহার সমুদায় উত্তরাংশ জয় করিল। তাহাদিগের নাম হইতে ঐ অঞ্চলের নাম লম্বাড়ি হইয়াছে । যৎকালে তাঙ্গারা ইটালী আক্রমণ করে, তখন অলিবিন তাহীদের রাজা ছিলেন । -. ৭৭৪ অব্দে সারলমেন, লম্বাড় জাতীয় শেষ রাজাকে রাজ্যচ্যুত করিয়া ইটালী দেশ আপন রাজ্যভূক্ত করিলেন। তৎপরে তদুত্তরাধিকারী জর্ম্মমী দেশের রাজার" উহার উত্তরাধিকারী হইয়া, ইটালী দেশকে আপ নাদিগের রাজ্যাংশ বলিতেন । কালক্রমে ইটালীতে অনেক রাজধানী হইল । তন্মধ্যে নেপলস, টস্কনী, পাম, লম্বাডী, জিনোয়া, ও বিনিস প্রধান বলিয়া গণ্য । রূম ও তচ্চতুঃসীমাবদ্ধ রাজ্য পোপের হস্তে সমৰ্পিত হইল, পোপ তাহার সর্ব্বময় কর্ত্ত হইলেন । এই প্রকারে রূমরাজ্য খণ্ডই হইয়া পড়িল, আগস্তসের সময়ে ঐ নগরের যে প্রকার শ্রী ও গৌরব ছিল, তাহার কিছুই রহিল না। প্রজার সঙ্খা দিনই স্থান 3