পাতা:ইতিহাস-সার.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> マや ইতিহাস-সার । অস্ত্রিয়া । আক্সিয়া পূর্ব্বে জর্ম্মণী সভূক্ত ছিল, এইক্ষণেও তাহ ঐ দেশভূক্ত বলিয়। গণ্য, কিন্তু সম্প্রতি তাহাতে হাঙ্গরি, বোহেমিয়া, পোলণ্ডের একাংশ, ইটালীর একাংশ ও অন্য২ অনেক রাজ্য সংযোজিত হইয়াছে । এই সকল স্তান জর্ম্মনীর অধীন নহে, অথচ পূর্ব্বে স্বাধীন ছিল । আক্সিয়ার যে ভাগ জর্ম্মনীসমুক্ত, তথাকার অর্থাৎ জর্ম্মনীর পুর্ব্বাংশের লোকেরা জর্ম্মন ভাষাতে কথোপকথন করে । তাকুরাই প্রকত জর্ম্মন । বহুকাল পুর্ব্বে এই স্থানে অসত্য লোকের বাস করিত । তাহার পরে এই স্থান জর্ম্মনরাজ্যভূক্ত হয় । ১২৭৩ খৃষ্টাব্দে রডলফ সম্রাট হইলে তাহার এক পুত্র বা জাতি আর্চ ডিউক গামে তথাকার রাজা হন, অতএব আন্ত্রিয়ার বাজার রডলফের বংশীয়। র্তাহারা সম্রাটের আজ্ঞাধীন হইয়া শাসন কর্ম্ম নির্ব্বাহ করিতেন । অক্সিয়া বাসীর ক্রমে সুইডন তুক ফান্স ও অন্য অন্য দেশীয় লোকের সহিত স্কুদ্ধ প্রবৃত্ত হয়। ১৬৮৩ অব্দে তুর্কেরা একেবারে অস্থিয়ার মধ্যে যাইয়। বায়েনুনগর অবরোধ করিয়াছিল। পরে তত্রস্থ লোকের তাহাদিগকে তথা হইতে দূরীকৃত করিয়া দেয় ।