পাতা:ইতিহাস-সার.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । >Nうソ দিগের বিদ্যা শিক্ষা হয় । তদ্ভিন্ন অনেক আমোদের স্থান আছে । ফলতঃ ইউরোপের মধ্যে যত নগর আছে, তন্মধ্যে, বলিন নগর একটী উত্তম বলিয়া গণ্য। পুসিয়ার প্রধান বন্দর দন্তজিগ, তাহ বিস্তুলানদী-মুখৰত্রী, ঐ স্থানে এক উত্তম দুর্গ আছে, তাহার প্রাচীর সকল প্রস্তরময়, এবং তাঁহাতে অনেক কামান পাত{ আছে । ঐ দুর্গে অনেক সৈন্য নিয়ত ৰাস করে তাহদের দ্বারা দুর্গ রক্ষা হয় । পসিয়াতে যে প্রকার রাজশাসন আরম্ভ হয় তাহা ੋਣ অtশ্চর্ঘ্য । পুর্ব্বে যাহারা এই স্থানে শাসন করিতেন, তাহাদের ইলেকটর নাম ছিল । ১৬৯৫ অব্দে হেগের সভাতে ইংলণ্ডের রাজা তৃতীয় উইলিয়ম বলিলেন, পুসয়ার ইলেকট্রর বাহুযুক্ত চৌকিতে বসিতে পাইবেন না ! ফুে দরিক ইহাতে অসম্মান জ্ঞান করিয়া, সম্রাটের নিকটে নালীশ করিলেন এবং উহার কর্ম্মাধ্যক্ষকে উৎকোচে বশীভূত করিয়া রাজপদবী প্রাপ্ত হইলেন । এই সামান্য কথার উপলক্ষে পুসিয়া রাজধানী হইল । স্পেন । স্পেন ফান্সের দক্ষিণে, কেবল পাইরেনিস পর্ব্বত্ত দ্বারা ফান্স হইতে বিভক্ত। ইহার পশ্চিমে পর্তুগাল।