পাতা:ইতিহাস-সার.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$७२ ইতিহাস-সার । ইহার আর আর সীমা আটলান্তিক মহাসমুদ্র, বিস্কের খাড়ি ও ভূমধ্যস্থ সমুদ্র । স্পেন ও পর্তুগালকে এক প্রায়দ্বীপ ৰল। যাইডে পারে । - ফিনিসিয়ার লোকেরা স্পেনে আসিবার পূর্ব্বে, ঐ দেশের কি অবস্থা ছিল তাহার পুরাবৃত্ত পাওয়া যায় মা ! ফিনিসিয়ার লোকেরা তথায় আসিয়া জিব্রলটরের খাড়িতে দুইটা স্তম্ভ নির্ম্মাণ করে । ঐ স্তম্ভদ্বয় হারকিউলিয়ন স্তম্ভ বলিয়া খ্যাত । কাডিজের বন্দর ফিনিসিয়াদের এক উপনিবেশ মাত্র । ফিনিসিয়া দেশের লোকদের আগমনের পর গ্রীকের স্পেনে গমন করিয়াছিল । তৎপরে কার্থেজ - বাসীরা ঐ দেশ অধিকার করে, কিন্তু খৃষ্টাব্দের ১৩৪ বৎসর পূর্ব্বে রোমানের ঐ দেশ জয় করিয়া, ৪৭৬ शृफेझ পর্যন্ত, আপনাদের অধীনে রাখিয়াছিল । তৎপরে উত্তরের অসত্যেরা ঐ দেশ আক্রমণ করে । তদনন্তুর গাথের তথায় রাজধানী স্থাপন করিয়া প্রায় দুই শত বৎসর বাস করে । পরে রোদ্রিক নামে এক ব্যক্তি রাজী হইয়৷ সিংহাসন আরোহণ করেন । હરે ન તો કે জুলিয়ান নামে স্পেনদেশীয় এক সম্ভ্রান্ত মনুষ্যকে অপমান করিয়াছিলেন, তাহতেই স্পেনদেশ একেবারে উচ্ছিন্ন ধায় । তাহার কারণ, ঐ সময়ে সরাসন অর্থাৎ আরবদেশীয় মুসল