পাতা:ইতিহাস-সার.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । > b-> কোন দিক দিয়া পলয়নের পথ রহিল না । তাঁহাতে তাহার এক ব্রহচ্চিতা নির্ম্মাণ করিয়া তাহাতে অগ্নি দান করিল । সম্ভ্রান্ত রাজপুতদিগের শ্রী কন্যা সকলে ঐ জ্বলন্ত চিতীয় পডিয়া প্রাণত্যাগ করিল । তদনন্তর তাহাদিগের রাজা বীরপুরুষদিগকে লইয়। মুসলমানদিগের সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন । রাজপুতেরা অনেক মুসলমান বিনাশ করিল, কিন্তু অবশেষে আপনারা মরিল । তদনন্তর আলাউদ্দীন দক্ষিণভারতবর্ষ জয়ের প্রতিজ্ঞায় মলক কাফর নামক র্তাহীর সেনাপতিকে সুসজ্জিত করিয়া প্রেরণ করলেন । মলক্‌কাফর দক্ষিণে গমন করিয়া কার্ণাটক রাজার রাজ্য লুঠ করিয়া অনেক অর্থ লইয়। দিল্লীতে প্রত্যাগমন করিলেন । 灣 আলাউদ্দীনের পরলোক গমনের পর মোবারক নামে ডাহার পুত্র রাজ্য প্রাপ্ত হইয়াছিলেন, কিন্তু মলকখসরু নামে উহার প্রধান মন্ত্রী উহাকে বধ করিয়া আপনি রাজ্যেশ্বর হইলেন । তৎপরে তোগল্পক নামে মুলতানের শাসনকর্ত্ত। মি” হাসন প্রাপ্ত হন। তিনি তোগল্পক-গোষ্ঠীয় রাজাদিগের আদি পুরুষ । উহার উত্তরাধিকারী মহম্মদ অতি নিষ্ঠুর ও বাতুলপ্রায় ছিলেন। তিনি রাজ্য ৱদ্ধির ব্লখ আকাঙ্ক্ষায় আপন রাজ্যের বলক্ষয় করি