পাতা:ইতিহাস-সার.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: S é ইতিহাস-সার। লেন । তাহ তে বঙ্গদেশ ও দক্ষিণর জ্যের শাসনকর্ত্তারা ভঁাহাকে অমান্য করিয়া আপনার স্বাধীন হইল, কিছুকাল পরে মারওয়ারের রাজার ও তৎপথাৰলম্বী হইল । মহম্মদের পর ফিরোজ তো গল্পক রাজা হন । তিনি ন্যায়-পরায়ণ এবং পরোপকারী ছিলেন । কথিত আছে, তিনি ৪• মসজীদ, ৩০ মদ্রসা, ২০ রাজপ্রাসাদ, ১• • পথিকপাস্থ, নগর, ১০০ স্নানাগার, এবং অ1রহ অনেক সাধারণের ব্যবহারের গৃহাদি নির্ম্মাণ করিয়াছিলেন । ফিরোজের মৃত্যুর পর অনেকে রাজ্যাভিলাষী হইলেন, সুতরাং অনেক যুদ্ধ দ্বন্দ্ব হইয়; উঠিল । যেখানে যিনি রাজকার্য্যে নিযুক্ত ছিলেন সেইখানে তিনি কর্ত্ত হইয়া বসিলেন । সুতরাং দিল্লীর রাজার কেবল ঐ নগরট মাত্র রহিল, আর সকল দেশ হস্তস্তরিত হইল । ভরতবর্ষে এই সকল গোলযোগ আরম্ভ হইলে তৈমুরলঙ্গ তাহ জয় করিবার মানসে, ১৩৯৮ অব্দে, সিন্ধু পার হইয়। দিল্লীতে যাত্র করিলেন । উহার আগমনে দিল্লীশ্বর নগর হইতে পলায়ন করিলেন । তৈমুরলঙ্গ অবাধায় দিল্লী অধিকার করিয়া সেনাগণকে নগর লুঠ করিতে আজ্ঞা দিলেন। সেনাগণ সাত দিন