পাতা:ইতিহাস-সার.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার ο Ν2, তাহা অনুসন্ধান করিয়া বাহির করে। পর্তুগিশ নাবিの率31 আফুি কার পশ্চিম তট দিয়া দক্ষিণাভিমুখে গমন আরম্ভ করিল, এবং বৎসর বৎসর অধিক দক্ষিণে बाझेতে লাগিল । এই প্রকার গমনাগমন করিতে করিতে ধলোমিউ-ডিয়েস নামে এক পর্তুগিশ নাৰিৰু আফিকর অতি দক্ষিণ কোণে পঁহছিয়। উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করিল । অনস্তর বিখ্যাত বৃাস্কোডিগাম উত্তমাশ। অন্তরীপ দিয়া আফিকার পূর্ব্ব ধারে জাহাজ চালাইয়। পূর্ব্ব:তিমুখে গমন পুর্ব্বক ভারত উপসাগর দিয়া কালিকট নগরের সম্মুখে মালাবার তটে উপনীত হইলেন, এবং তথাকার পণ্য দ্রব্যে জাহাজ বোঝাই করিয়া দুই বৎসর পরে, ১৪৯৯ খৃষ্টাব্দে, লিসবনে প্রত্যাগমন করিলেন । তৎপরে থরে থরে অনেক পর্তুগিশ দাবিক জাহাজারোহণে ভারতবর্ষে আসিতে লাগিল, এবং মালাবার তটে কোচিন ও কালিকট প্রভৃতি অনেক স্থানে কুঠ করিয়া বাণিজ্যারম্ভ করিল। অনন্তর অলংকক নামে এক পর্তুগিশ নাৰিক, ১৫৯৬ অব্দে, ভারতবর্ষে জাসিয়া ভারতবর্ধের পশ্চিম তটে গোয়ানগর স্থাপন করিলেন । ঐ নগর পর্ভ দিগের রাজধানী হইয় । তদনন্তর ঐ অলবুকক মালাকাতে এবং পারস হ্রদের সম্মুখবর্তি অরমজে পর্তুগিশদিগকে স্থাপন করিলেন। ফলতঃ র্তাহ হইতে ভার