পাতা:ইতিহাস-সার.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩হ ইতিহাস-সার। জেমেইকে দ্বীপ তৃতীয় বলিয়া গণনীয় এবং ওয়েষ্ট ইণ্ডিজ দ্বীপের মধ্যে অতি উৎকৃষ্ট । এই দ্বীপ কলম্বস কর্তৃক ১৪৯৪ সালে প্রকাশিত হয়, এবং স্পেনদেশীয় লোকেরা তথtয় বাস করিত । ১৬৬৫ সালে ক্রমওয়েল ঐ দ্বীপ লইয়; বৃটিশরাজ্যভূক্ত করেন, তদবধি তাহ{ ইংরাজ দিগের অধিকারে আছে । ওয়েষ্ট ইণ্ডিজের মধ্যে যে সকল কাফি লোক বাস করে তাহার প্রায় তাবস্তেই ক্রীত দাস । কেবল ব্রটিশ অধিকারে যাহার আছে তা হীরা মুক্তিপদ পাইয়াছে । সেটডেমিঙ্গোর কাফিরও স্বাধীন, উত্তরকালে সক লেই স্বাধীন হইবে এমন বোধ হইতেছে । চতুর্থ প্রকরণ—ম্পানিয়ার্ডদিগের অধিকার। স্পেনদেশস্থ লোকের প্রথমে পশ্চিমাঞ্চলের সকল দ্বীপ অধিকার করিয়া, ক্রমে আমেরিকাতে বসতি করিতে আরম্ভ করে । ঐ মহাদ্বীপের মধ্যে মেকসিকো ও পিন্ধ নামে যে দুই দেশের কথা পূর্ব্বে লেখা গিয়াড়ে তাহ স্পানিয়াডের প্রথম জয় করে । তদ্বিবরণ এই, ১৫১৬ অব্দে ফডি নাও কটেজ নামে স্পেনদেশীর এক ব্যক্তি কিউবা দ্বীপ হইতে কেবল ছয় শত লোক লইয়া মেকসিকোতে যাত্র করেন । ঐ সময়ে