পাতা:ইতিহাস-সার.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ ইতিহাস-সার । তথtয় যাত্র করিলেন । अन्नमारअ॥ ७ পিঞ্জেরে যুদ্ধের কর্ত্ত হইলেন । পির্যদেশীয় রাজাদিগের ইঙ্ক উপাধি ছিল । যখন স্পানিয়াডের রাজধানীর নিকটবর্ত্তী হুইল, রাজা তাহদের সহিত যুদ্ধার্থ অগ্রসর হইলেন । পিজেরে রাজার সহচরদিগকে বধ করিয়া তাহীকে বন্দী করিলেন । রাজা মুক্তি বাঞ্ছা করিয়া পিজেরোকে বলিলেন আমাকে ছাড়িয়া দাও, তুমি যত স্বর্ণ চাহ আনাইয় দিতেছি । ইহা বলিয়া প্রজাদিগের স্তানে দূত পঠাইয়া দিলেন । তাহারা, দীৰ্ঘে দ্বাদশ ও প্রস্তে সাড়ে নয় হস্ত একটা ঘরের মৃত্তিক অবধি মস্তকের উপর এক হস্ত পর্য্যন্ত, স্বর্ণপত্রে পূর্ণ করিয়া দিল । কিন্তু তাহাতেও পিজেরোর লোভ সম্বরণ হইল না, fতনি তাহাকে বধ করিলেন । অনস্তর পিজেবো ও আলমাগ্রে। সমুদায় পিরদেশ জয় করিয়া অপরিসীম অর্থ ও সন্মান প্রাপ্ত হইলেন । পরে উiহাদের মাগুৰিচ্ছেদ হইল, তাহাতে পিজেরো আলমাগ্রোকে ধরিয়া কাশি দিলেন । তাছার পর তিনিও শক্রর কোপে পড়িয়া নয়লীলা সম্বরপ করিলেন । এই ঘটনার পরে স্পেন দেশীয়ের আমেরিকার অন্য অন্য স্থানে বসতি করিয়া, ব্রেঞ্জিল ও গুইয়েন ভিন্ন সমুদায় দক্ষিণ আমেরিক। তিনশত বৎসর পর্য্যস্ত সাপ