পাতা:ইতিহাস-সার.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ケ > মুসজ্জিত করিয়া ফিলিপের সহিত যুদ্ধ করিলেন । হোআড এই যুদ্ধের অধ্যক্ষ হইয়া ছিলেন, এবং রালে, দ্রেক, ও অন্য অন্য বিখ্যাত সেনাপতির উiহার অধীন থাকিয়া যুদ্ধ করিয়াছিলেন । ইংরাজদিগের অধিক রণতরী ছিল না, কিন্তু একটা ঝটিকাতে স্পেনদেশীয় অনেক জাহাজ মারা গেল, তাহাতে ইংরাজের অনায়াসে জয়ী হইল । এলিজেবেথ কতকগুলিন কর্ম্ম করিয়াছিলেন তাহ। অত্যন্ত অসঙ্গত, বিশেষত মেরী নাম স্কটদেশীয় পরমসুন্দরী রাণী ইংলণ্ডে পলায়ন করিয়া আসিলে তিনি র্তাহাকে অকারণে অষ্টাদশ বৎসর বন্দীবেশে রাখেন, তৎপর বিচারে অপরাধিনী করিয়া তাহার প্রাণদণ্ড করেন । এলিজেবেথের অনেক গুণ ছিল, একথা স্বীকার করিতে হইবে । কিন্তু তিনি অহঙ্কারে মত্ত, স্তৃতিপরবশ এবং প্রেমাস্পদদিগের নিতান্ত বাধা ছিলেন । র্তাহার সকল প্রিয়পাত্র অপেক্ষ এসেকসের অরল অধিক প্রিয়তম ছিলেন । তিনি ডাহার পাণিগ্রহণের অভিলাষ করিয়াছিলেন, রাণীও র্তাহাকে ভাল বাসিতেন । অতঃপর উহার উপর কেমন ক্রোধ জন্মিল, তাহাতে তিনি র্তাহার প্রাণদণ্ড করিলেন । কিন্তু তাহার পর তিনি উtহার শোকে অtহারাদি পরিত্যাগ করিয়া