পাতা:ইতিহাস-সার.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-মার। |էր (է ইংলণ্ডে অনেক পবিত্র মতাবলম্বী লোক বাস করিত, ক্রমে তাহাদিগের বংশ বৃদ্ধি হইয়াছিল। চারলসের রাজত্বকালে তাহাদের উপর অনেক অত্যাচার হওয়াতে তাহার ক্রমশঃ উত্তর আমেরিকাতে যাইয়া স্বাধীন রাজ্য স্থাপনের সুত্রপাত করিল । চারলস তাহাদিগের গমন বরোধ করিয়া জন হাম্পডন, জন পাইম ও অলিবর ক্রমওয়েলকে, জাহাজারোহণ করিতে দিলেন না। পরে হাম্প ডন জাহাজের শুল্ক দেন নাই বলিয় তাহার বিচারের আজ্ঞা হইল”। হাম্পডন বিচারে উত্তীর্ণ হইতে পারিলেন না, কিন্তু প্রজাদিগের স্বাধীনতা রক্ষার উদ্যোগকারী বলিয়া অতিশয় যশস্বী হইলেন । তদনন্তর চারলসের অসঙ্গত কার্য্যে ইংলণ্ডে যুদ্ধ উপস্থিত হইলে, ঐ হাস্পডন, পাইম ও ক্রমওয়েল বিশেষ বীরত্ব প্রকাশ করিতে লাগিলেম । চারলম আজ্ঞা করিয়াছিলেন স্কটলণ্ডের লোকের পোপকে ধর্ম্মাধ্যক্ষ বলিয়া মান্য করিবে, অর্থাৎ র্তাহার আজ্ঞাবহ হইয়া ধর্ম্ম কর্ম্ম করিবে । স্কটলণ্ডৰাসীরা অস্ত্রধারণ পূর্ব্বক বলিল আমরা এই ক্লাজ্ঞা কখন পালন করিব না । তাহীতে চারলস তাহদিগকে মতভ্রষ্ট করিতে পারিলেন না । s-,-***-, しア