३छै ইন্দির। ছোট লোকের এভ অহঙ্কার সওয়া যায় না । তা এখন দিন কক্তক কায়েতের মেয়েই রেখে দেখি। মাইনে কত বলেছে ? ব। তা আমার সঙ্গে কোন কথা হয় নাই । গৃ । হায় রে, কলিকালের মেয়ে । লোক রাখতে নিয়ে এসেছ, তার মাইনের কথা কও নাই ? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, “কি নেবে তুমি ?” আমি বলিলাম, “যখন আপনাদের আশ্রয় নিতে এয়েছি, তখন যা দিবেন তাই নিব।” গৃ । ত৷ বামনের মেয়েকে কিছু বেশী দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতের মেয়ে— তোমায় তিন টাকা মাসে আর খোরাক পোষাক দিব। আমার একটু আশ্রয় পাইলেই যথেষ্ট—মুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে, মাহিয়ান লইতে হইবে শুনিয়াই প্রাণ র্কাদিয়া উঠিল। আমি বলিলাম, “তাই দিবেন।” মনে করিলাম, গোল মিটিল—কিন্তু তাহা নহে । লম্বা বোতলটায় কালি অনেক । তিনি বলিলেন, “তোমার বয়স কি গা ? অন্ধকারে বয়স্ন ঠাওর পাইতেছি না-কিন্তু গলাট ছেলেমামুযের মত বোধ হইতেছে।” আমি বলিলাম, “বয়স এই উনিশ কুড়ি।” গুহিণী। তবে বাছ, অন্যত্র কাজের চেষ্টা দেখ গিয়া যাও। আমি সমত্ত লোক রাখি না। - স্বভাষিণী মাঝে হইতে বলিল, “কেন মা, সমত্ত লোকে কি কাজ কর্ম্ম পারে না ?” । গৃ। দূর বেটী পাগলের মেয়ে সমত্ত লোক কি লোক ভাল হয় ? মু। সে কি মা ! দেশশুদ্ধ সব সমত্ত লোক কি মন্দ ? গৃ । তা নাই হলো—তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভাল ? এবার কান্না রাখিতে পারিলাম না। কাদিয়া উঠিয়া গেলাম কালির বোতলট পুত্রবধূকে জিজ্ঞাসা করিল, “ছুড়ী চললো না কি ?” সুভাষিণী বলিল, “বোধ হয় ।” গৃ । তা যাক গে। মু। কিন্তু গৃহস্থ বাড়ী থেকে না খেয়ে যাবে ? উহাকে কিছু খাওয়াইয়া বিদায় করিতেছি ।
পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।