অষ্টম পরিচ্ছেদ ৪ বিবি পাগুৰ *3 আমি । তা ছিলেন । . গৃহি। তবে তুমি রাধিতে এসেছ কেন ? আমি। দুরবস্থায় পড়িয়াছি। - '. গুহি। তা আমার কাছে থাক, বেশ থাকিবে । তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুভাষিণীকে ডাকিয়া বলিলেন, “বোঁ মা, দেখো গে, একে যেন কেউ কড়া কথা না বলে—আর তুমি ত বলবেই না, তুমি তেমন মানুষের মেয়ে নও।” স্বভাষিণীর ছেলে সেখানে বসিয়াছিল। ছেলে বলিল, “আমি কলা কতা বলব।” আমি বলিলাম, “বল দেখি ” সে বলিল, “কলা চাতু (চাটু) হালি—আল কি মা ?” সুভাষিণী বলিল, “আর তোর শাশুড়ী।” ছেলে বলিল, “কৈ ছাছুলী "ি স্বভাষিণীর মেয়ে আমাকে দেখাইয়া দিয়া বলিল, “ঐ তোর শাশুড়ী।” তখন ছেলে বলিতে লাগিল, “কুমুডিনী ছাছুলী। কুমুডিনী ছাছুলী।” স্বভাষিণী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্ত বেড়াইতেছিল। ছেলে মেয়ের মুখের এই কথা শুনিয়াসে আমাকে বলিল, “তবে আজ হইতে তুমি আমার বেহাইন হইলে।” তার পর স্বভাষিণী খাইতে বসিল। আমি তারও কাছে খাওয়াইতে বসিলাম । খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল, “তোমার কয়টি বিয়ে, বেহান ”ি কথাটা বুঝিলাম। বলিলাম, "কেন, রান্নাট। দ্রৌপদীর মত লাগিল না কি ?” স্বভা। ও ইয়াস। বিবি পাণ্ডব ফাষ্ট কেলাস বাবৰ্টি ছিল। এখন আমার শাশুড়ীকে বুঝিতে পারিলে ত ? আমি বলিলাম, “বড় নয়। কাঙ্গালের আর বড় মামুষের মেয়ের সঙ্গে সকলেই একটু প্রভেদ করে।” স্বভাষিণী হাসিয়া উঠিল। বলিল, “মৱণ আর কি তোমার। এই বুঝি বুঝিয়াছ ? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমার আদর করেছেন ?" আমি বলিলাম, “তষে কি ?” স্বভা। ওঁর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন যদি তুমি একটু কোট কর, তবে তোমার মাইন ডবল হইয়া যায়।
পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।