পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 इंग्झिब्रां এমত সময়ে রামরাম বাবু, আবার অন্তান্ত খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন। অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম—লইয়া গেলাম। দেখিলাম, ইনি সেই কটাক্ষটি মনে করিয়া রাখিয়াছেন। রামরাম দত্তকে বলিলেন, “রাম বাৰু, আপনার পাচিকাকে বলুন, যে পাক অতি পরিপাটি হইয়াছে।" রামরাম ভিতরের কথা কিছু বুঝিলেন না, বলিলেন, “ই উনি রাধেন ভাল।” আমি মনে মনে বলিলাম “তোমার মাতা আর মুগু রাধি।” নিমন্ত্রিত বাবু কহিলেন, “কিন্তু এ বড় আশ্চর্ঘ্য যে আপনার বাড়ীতে দুই এক থানা ব্যঞ্জন আমাদের দেশের মত পাক হইয়াছে।” আমি মনে মনে ভাবিলাম, “চিনিয়াছি।” বস্তুতঃ দুই এক খান ব্যঞ্জন আমাদের নিজ দেশের প্রথামত পাক করিয়াছিলাম। রামরাম বলিলেন, "তা হবে ; ওঁর বাড়ী এ দেশে নয়।” ইনি এবার যে পাইলেন, একেবারে আমার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিয়া বলিলেন, “তোমাদের বাড়ী কোথায় গ৷ ” আমার প্রথম সমস্ত ; কথা কই কি ন কই । স্থির করিলাম কথা কহিব। দ্বিতীয় সমস্যা, সত্য বলিব না মিথা বলিব। স্থির করিলাম, মিথ্যা বলিব। কেন এরূপ স্থির করিলাম, তাহা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্য্যপ্রিয়, বক্রপথগামী করিয়াছেন, তিনিই জানেন। আমি ভাবিলাম, “অবিশ্বক হয়, সত্য কথা বলা আমার হাতেই রহিল। এখন আর একটা বলিয়া দেখি ” এই ভাবিয়া আমি উত্তর করিলাম, 象 “আমাদের বাড়ী কালাদীঘি।” তিনি চমকিয়া উঠিলেন। ক্ষণেক পরে মৃন্ধস্বরে কহিলেন, “কোন কালানীখি, ডাকাতে কালানীখি ?” আমি বলিলাম “স্থা ।” তিনি আর কিছু বলিলেন না । আমি মাংস পাত্র হাতে করিয়া দাড়াইয়া”রছিলাম। দাড়াইয়া থাকা আমার যে অকর্ত্তব্য, তাহা আমি ভুলিয়াই গিয়াছিলাম ! দেখিলাম যে তিনি আর ভাল করিয়া আহার করিতেছেন না। তাহ দেখিয়া রামরাম দত্ত বলিলেন, “উপেন্দ্র বাৰু, আহার করুন না।” ঐটি শুনিবার আমার বাকি ছিল। উপেন্দ্র বাৰু! আমি নাম শুনিবার আগেই চিনিয়াছিলাম, ইনি আমার স্বামী । DBB BBBBB BB BB BBB BB BB BBB BBB BB BBB BBB BBBBS রামরাম দত্ত বলিলেন, “কি পড়িল ?” আমি মাংসের পাত্র খান ছুড়িয়া ফেলিয়া দিয়াছিলাম।