পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 34 } কখন বা দিয়া মিজ চিত্তেতে প্রবেধি । ধীরে ধীরে নিবারণ করে মহা ক্রোথ ; যখনি দ্বিভাব চিত্তে বধিতে ভূপাল । অন্ধ কোষ বিনিম্বত কৈল কর বাল । ২৬০ তখনি মিনর্ব স্বর্গ হইতে উপস্থিত । জোবকান্ত সহোদর কর্তৃক প্রেরিত। যণর সমতুল্য স্বেহ উভয় নৃপেতে। দাঁড়ালেন দেবী আসি পশ্চাত দিকেতে । এক্লিসে দর্শন দিলা কুন্তল ধরিয়া। অন্যের অদৃশ্য দেবী মেঘে আচ্ছাদিয় । , নেত্রপ্রভা হেরি তারে এক্লিস চিনিল । সহস তাহার প্রতি কহিতে লাগিলা । রক্ষণার্থে আইলেন মিনর্ব গীর্ব্বাণী । সচক্ষেতে হেরিলেন মম মান হানি । ২৭০ যে চক্ষেতে দেখিলেক রাজ অত্যাচার । সেই চক্ষু দেখুক দি প্রতিফল তার । জোবের তনুজা কহে হও ওহে ক্ষান্ত । স্বৰ্গ হৈতে আসিয়াছি করিবারে শান্ত ।