পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જે૦ ইলেকট্রিক টেলিগ্রাফ । দ্রাবক দিতে হইবে। সেই দ্রব্য গুণে তীব্র শক্তি জন্মাইয়। দস্তাহইতে তামায় বিদ্যুতের গতি হইয়া থাকে। কথিত বিদ্যুৎ উৎপন্ন পাত্রের নিমুভাগ সচ্ছিদ্র, সেই ছিদ্ৰ দিয়া গন্ধকায়ের গতি হইয়া এক বিশেষ ভূতন দ্রব্যগুণ উৎপন্ন •করিয়া থাকে এবং তাহ ঐ নিম্নের ছিদ্র দিয়া নিঃস্থত হইয়া যায়, বিদ্যুতের জোর কমিলে তথ্যহাতে আবার পূর্বমত গন্ধকায় দিতে হয়। এইৰূপে বিদ্যুতীয় প্রভা যতকালঅবধি রাখিবার ইচ্ছা হইবে ততকাল পর্য্যন্ত থাকিতে পারে । কিন্তু এই স্থলে জানা উচিৎ যে যত দূরপর্য্যন্ত তার বিস্তার করা যাইবেক সেই মত কথিত প্রকার বিদ্যুৎ উৎপন্ন পাত্ৰ নিৰ্ম্মাণ করিতে হইবে। অর্থাৎ পঞ্চাশ ক্রোশ দুর ব্যাপিয়া তার বিস্তার করিতে- হইলে তাহার পাত্ৰ যত বড় করিতে হইবে, পাচ ক্রোশ ব্যাপিয়া যে যন্ত্রের তার বিস্তারিত হইবে তাহার তত বড় পাত্রের প্রয়োজন হয় না। ৭৫ ৷ বিদ্যুৎ বাৰ্ত্তাবহনের প্রধান অঙ্গ চুম্বক