পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ᏜᏱ ধৰ্ম্মি কাটা । যে কাটার গতির দ্বারা সম্বাদের উদ্বোধ হইয়া থাকে। এই চুম্বক ধৰ্ম্মি কাট। বাৰ্ত্তবহ তারের সোজ৷ সুঁজিদিগে সমৃদ্ধ থাকে যখন ঐ তার দিয়া বিদ্যুতের গতি হয় তখন ঐ কাটা মড়ে অর্থাৎ ঐ কঁাটা পূর্ব যেৰূপ তারের সোজাসুজিদিগে, ছিল সেন্ধপ না থাকিয়া বক্র হইবে অর্থাৎ ( i ) এই মত না থাকিয়া ( ) এই মত হয় । কাটার এই গতির নাম ইংরাজি ভাষায় (pellected) of গতি বলিয়া থাকে । [ঐ কঁাটার বক্র গতি হইলে কিৰূপে সঙ্কেত প্রকাশ হয় তাহ উপযুক্ত স্থলে প্রকাশ করিব।] ৭৬। বিদ্যুৎবার্তাবহ যন্ত্রের চতুর্থাঙ্গ হাতল তন্ত্ৰীর। এইৰূপে গতির রোধ বা গতির সঞ্চার হইয়। থাকে যথা—ঐ হাতল উপরদিকে তুলিলুে বা নীচদিগে নোয়াইলে বিদ্যুতের গতি ভগ্ন হইয়। তদ্বারা কোন উদবোধক চিহ্ন প্রকাশ পায় না । [৭৭ । পরিচ্ছেদোক্ত কাটা তারের সোজাসুজি ঐ হাতলের সহিত বদ্ধ থাকে, তাঁহাতে ঐ হাতল বামদিকে নোয়াইলে, ঐ কাটা সেইদিগে ঝুঁকি