৯২ ইলেকট্রিক টেলিগ্রাফ। বেক—ঐ হাতল ডাইনদিগে নোয়াইলে কাটাও ঐদিগে ঝুঁকিবেক কিন্তু ঐ হাতল বামদিগে লইয়া গেলে বিদ্যুৎ প্রবাহের সমতাবস্থা হয় । দক্ষিণুদিগে টিপিলে বিদ্যুৎ প্রবাহ স্থকিত থাকে। উৰ্দ্ধ বা অধঃ কারলে বিদ্যুৎপ্রবাহ ভগ্ন হয় ।] তড়িৎ বাৰ্ত্তাবহ প্রণালি (ইলেকটিক টেলিগ্রাফ) শ্ৰীযুত কুকু (cooke) সাহেব এবং হোয়েটষ্টোন (Wheatstone) সাহেব ইংরাজি ১৮৩৭ সালে প্রথমতঃ প্রকাশ করেন, তদন্তে তদ্বিষয়ের অনেক প্রকার উন্নতি হইয়াছে । অস্মদ্দেশে (ভারতবর্ষে) কলিকাতা মেডিকেল কলেজ সংক্রান্ত শ্ৰীযুত ডাক্তর ওসেনসি সাহেব প্রথমতঃ বিদ্যুতীয় টেলিগ্রাফ স্থাপন করিয়াছেন সুতরাং যেমত রেইলওয়ে সংস্থাপনার্থ “ আমর বাষ্পীয় কলও ভারতবর্ষীয় রেইলওয়ে” নামক পুস্তকে শ্ৰীযুত স্টিবিনসন সাহেবকে ধন্যবাদ করিয়াছি সেইৰূপ অত্র পুস্তকে ওসেনসি সাহেবকে এবং শ্ৰীল ঐযুক্ত লর্ড ডেলহোঁজি গবর্ণর জেনেরেল বাহাদুরকে ধন্যবাদ করিলাম, কেননা তাহারি রাজ্যকালে ভারতবর্ষে রেইলওয়ে ও
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।