পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ। Ꮌ© মর ইহার ভাব ৪৪ পরিচ্ছেদে প্রকাশ করিয়াছি । এই দুইপ্রকার গতির দ্বার ইলেকট্রিক টেলিগ্রাফের প্রধান কাৰ্য্য ও কাটার বক্রগতি, এবং তদ্বারা বর্ণমালার অক্ষরের সঙ্কেত প্রকাশ হইয়। থাকে. যদি এই প্রকারে বিদ্যুতের বিপরীতদিগে গতিশক্তি না থাকিত তবে ঐ কুঁটার একবার এদ্বিগে আরবার অন্যদিগে গতি হইতে পারিত না এবং সঙ্কেত প্রকাশ হওয়া ও কঠিন হইত। - ঐ কাটার ডাইনদিগে গতির আবশ্যক হইলে ঐ কঁাটার উপর বিদ্যুতীয় সমপ্রভার গমন,আবশ্যক। যখন তাহাতে ঐ বিদ্যুতীয় সম প্রভা প্রবিষ্ট হয় তখন বিদ্যুত্বের রিষম প্রভা, কাটায় প্রবেশ না করিয়া স্বভাবসিদ্ধ গুণে পৃথিবীর মধ্যে দিয়া পূৰ্ব্ব কথিতমত প্রত্যাগতি-করিয়া থাকে। আবার যখন ঐ কুঁাটার বামাবৰ্ত্তে গতির আবশ্যক হয় তখন তদুপরি বিষম প্রভার প্রবেশ আবশ্যকু। যখন তাহাতে বিষম প্রভার প্রবেশ হয় তখন সমপ্রভা ভূমির মধ্যে দিয়া প্রত্যাগতি করিয়া থাকে।