পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । ?aᎼ তীয় স্তম্ভে তারের উপর যে কাটার কথা লিখিতহইয়াছে, তাহার মৰ্ম্ম এই –যে উপরস্থ কাটায় বিদ্যুৎ প্রবাহের দক্ষিণুহইতে উত্তরমুখে গতি হইলে তার সংযুক্ত কাটার উত্তর দিয়! ডাহিনে গতি হয়। ঐ তারে বিদ্যুৎ প্রবাহের উত্তরহইতে দক্ষিণে গতি হইলে কাটার উত্তরহইতে বামে গতি হয় ইত্যাদি । তৃতীয় ও চতুর্থ স্তম্ভের লিখিত তারের নিম্নের কাটা দিয়৷ বিদ্যুৎ প্রবাহের দক্ষিণহইতে উত্তরমুখে গতি হইলে ঐ কাটার উত্তরমুখ দিয়া বামে গতি হয় । ঐ তারের উত্তরহইতে দক্ষিণে গতি হইলে ঐ কাটা উত্তরহইতে ডাহিনায় যায় । ৮০ । ঐ কাটা বেড়িয়। যতই বার্তাবহ তারকে মণ্ডলাকার করা যাইরেক এবং তাম্র ও দস্তা খণ্ডের সংখ্যা যত বৃদ্ধি করা হইবে ততই ঐ কাটার জোর বৃদ্ধি হইয়া বক্রগতি হইবেক । ৮১ । ঐ কঁাটা ও মণ্ডলাকার তার এবং ঐ কাটার সমিষ্ট দর্শক কাটাকুে ডাইএলের মধ্যে (ঘড়ির উপরিভাগে, যে অঙ্কিত গোলাকার গ্লাস বা ধাতু-নিৰ্ম্মিত পত্র থাকে তাহাকে ডাইল ঝ ২