Şe 8 ইলেকট্রিক টেলিগ্রাফ । কার তড়িৎ যন্ত্রের দ্বারা ঘণ্টা বাজান হয় এবং যাহার সতকাৰ্থ ঘণ্টা বাজান যায় তিনিও প্রতি ধনি করেন। যন্ত্র পরিচালকগণ আপন২ ইচ্ছমত ঘণ্টা নিৰ্ম্মাণ করিয়া থাকেন। সেই ঘণ্টা পূৰ্ব্ব কথিত কাটার বক্রগতি -হুইবারকালীন অর্থাৎ বাৰ্ত্তাবহ শলাকার দ্বারা যন্ত্রে বিদ্যুতীয় প্রবাহ প্রবিষ্ট হইলে বাজিয়৷ উঠে । ইহার বিস্তার পশ্চাতে লিখিব। আমরা পূৰ্ব্ব যে বিদ্যুৎ উৎপাদকদ্রব্য ও যন্ত্রের বিষয় লিখিয়াছি তদ্রুপ যন্ত্র ও সেই দুই দ্রব্য যে স্বৰ্ব্বদেশে ব্যবহার হইয়া থাকে এমত নহে। কোনই যন্ত্ৰ নিৰ্ম্মাতারা তামা ও দস্ত এবং গন্ধকের অমুদ্বারা বিদ্যুৎ উৎপন্ন করিয়া থাকেন —কোন২ যন্ত্রে প্ল্যাটিন নামক ধাতু ও সোরার অম্ন (Nitric Acid) ব্যবহার হইয়া থাকে—কোন যন্ত্রে তামার পরিবর্তে কয়লা ব্যবহার করা রীতি আছে । দস্তা এবং তাম বিদ্যুতীয় টেলিগ্রাফের পক্ষে সৰ্ব্বতোভাবে উত্তম কেননা তাম ও দস্তাজাত বিদ্যুতের জোর ও তেজঃ এবং রাশি সৰ্ব্বকাল
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।