এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ইলেকট্রিক টেলিগ্রাফ । ১০৫ সমভাব থাকে। বিশেষতঃ দস্তা ও তামাবিশিষ্ট বিদ্যুতীয় যন্ত্র বিলক্ষণ মতে চলিলেও তাহা বৎসরেক সজোরে চলে। আমরা অনেক পুস্তকে পাঠ করিয়াছি, ধে ঐৰূপ যন্ত্রে ৬ মাসপর্য্যন্ত ক্রমাগত কার্য হইলেও তাহাতে এক বিন্দুও দ্রাবক দিতে হয় নাই । বিশেষতঃ ঐ কৈটুয়ার মধ্যে য়ে বালি দেওয়া হইয়াছিল তাহ জমাট হইয়াও বিদ্যুতীয় প্রভ দুৰ্ব্বল হয় নাই । দ্বিতীয় অধ্যায় । - বিদ্যুৎ যন্ত্রের তারের বিবরণ। THE WRE.' ৮৫ এক স্থানহইতে অন্যস্থানে সংবাদ বহনের কারণ যে তার (৬৮ । ৬৯ ৷ ৭১ ৷ পরিচ্ছেদ দৃষ্টি করহ) ব্যবহার আছে তাহ রেলওয়ের বা অপর রাজপথের পার্থে ১৪ অবধি ২০ ফিট লম্ব খুঁটি সংস্থাপনপূর্বক তদুপরি