১০৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। বিস্তার করা যায়। ইংলণ্ডাদি দেশে বিদ্যুৎ বহনার্থ যে তার ব্যবহার অাছে তাহ এক ইঞ্চির ছয় ভাগের এক ভাগে যত মোট হয় তত মোট তার । কিন্তু অস্মদেশে যে তার ব্যবহার আছে তাহা ইংলণ্ড দেশীয় তার অপেক্ষ --অধিক মোট । এই তারকে ১ নং তার বলিয়। থাকে । অস্মদেশে যে এইৰূপ মোট তার ব্যবহার হইল তাহার কারণ এই – ৮৬। শ্ৰীযুত ওসেনসি সাহেব যৎকালে কলিকাতায় কেবল পচিশ ক্রোশ পথ ব্যাপিয়। বিদুৎ বাৰ্ত্তাৰহু শলাকা পরীক্ষার্থ বিস্তার করিয়াছিলেন, তৎকালে এদেশে অন্য কোন প্রকার উপযুক্ত মত তার প্রাপ্ত না হইয়া বাশের খুঁটির উপর অতি মোটা লোহের শলাক স্থাপন করিয়াছিলেন। পরে এতদ্দেশের ভাব গতিক অবলোকন পুরঃসর এই স্থির করিলেন যে ইংলণ্ডদেশে ষদ্রপ স্বক্ষ তারের দ্বারা বাৰ্ত্তাবহন হইয়া থাকে তদ্রুপ সুক্ষ তারে ভারতবর্ষে কৃতকাৰ্য্য হওয়া যাইবে না, কারণ পরীক্ষার্থ শলাকা
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।