পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ১০৭ বিস্তার করিবামাত্রেই তদুপরি বায়স ও শকুনিপ্রভৃতি বৃহৎ২ পক্ষী বসিয়াছিল এবং ঐ দৃস্ট্রান্তে বৃক্ষহইতে কপিগণ ঐ শলাকা টানিয়াছিল, তাহাতে ওসেনসি সাহেব বিবেচনা করিলেন যে বাৰ্ত্তাবহনার্থ সুক্ষম তার বিস্তার করিলে এই সকল দেীরাত্ম্যে ছিড়িয়া যাইতে পারে, অত-- এব অতি উচ্চ খুঁটিতে মোট তার সংস্থাপন করা কৰ্ত্তব্য বিধায়ে এতদ্দেশহইতে ইংলণ্ডদেশে গমনপূর্বক ওয়ালি (Warley) নামক স্থানে তিন হাজার মাইল ব্যাপিয়া বিস্তার হয় এমত উপযুক্ত দস্ত মাখান মোট তার প্রস্তুত করাইয়া এতদ্দেশে আগমনপূর্বক বিদ্যুতীয় টেলিগ্রাফ স্থাপন করিয়াছেন । ৮৭। ইংলণ্ডাদি প্রদেশে বাৰ্ত্তাবহ তার ঘেৰূপ সুক্ষ অথচ নিচু-নিকটবর্তি খুঁটির উপর স্থাপিত অাছে অম্মদেশে তদ্রুপ নহে । এদেশে খুঁটি সকল অনেক অন্তর অন্তর স্থাপিত, প্রত্যুত তদুপরি যে তার আছে তন্নিমু দিয়া আম্বারি সহিত হস্তী যাইতে পারে একারণ"১s ফিট উচ্চ খুঁটি প্রোথিত হইয়াছে।