>ob" ইলেকট্রিক টেলিগ্রাফ। ৮৮ ; যেহেতু খুঁটি সকল অনেক অন্তর স্থাপিত হইয়াছে তন্ধেতুক তদুপরিস্থ মোট তার না নুইয়া পড়ে ইহার কারণ খুঁটির মাথায় ইক্রপের ঘরার মত খাজ কাটিয়৷ সেই খাজের মধ্যে ঐ তার রাখা হইয়াছে । ৮৯। তাহাতেও ঐ তার সুদৃঢ় ও সোজা থাকিবে কি না, এই সন্দেহ নিবারণার্থ উভয় খুঁটির উপর ঐ মোট তার বিস্তার করত তন্মধ্যভাগে দড়িদেওয়া হইয়াছিল,সেই দড়ি অবলম্বন করিয়া এক জন বলবান মনুষ্য বুলিয়াছিল, তাহাতেও ঐ তার যৎ সামান্য ভাবে বক্র হয় । ইংলণ্ডাদি প্রদেশে বিদ্যুতের গতি নিমিত্তে যেৰূপে ফাপা লৌহ শলাকার মধ্যে তামার তার প্রবিষ্টকরত মৃত্তিকায় প্রোথিত করা রীতি আছে অম্মদেশে শ্ৰীযুত ওসেনসি সাহেব তন্মত না করিয়া, উইয়ে খাইতে না পারে এ জন্য কাষ্ঠকে সম্পূৰ্ণৰূপে সম্বল ক্ষারে পদ্ধ করত তাহাতে ছিদ্র করিয়৷ সেই ছিদ্রের মধ্যে তামার তারকে গটাপার্চ (বটের আট বিশেষ) মাখাইয়া প্রবিষ্ট করণক দুই ফিট গভীর খাদে প্রোথিত করিয়াছেন।
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।