১১ ইলেকট্রিক টেলিগ্রাফ। পাত্র সংস্থাপনপূর্বক তন্মধ্যে তার রক্ষা করিয়া থাকেন, কেহ বা কঁাচকড়ার হুক করিয় তাহাতে তার রাখিয়া থাকেন। ইংলণ্ডদেশে খুঁটির উপর মৃত্তিক বা প্রস্তরের আধার স্থাপনপূর্বক তার রাখা রীতি আছে। প্রত্যুত তারহইতে বিদ্যুৎ বায়ুতে প্রবিষ্ট না হয় ইহার কারণ তাহাতে মম বা ধুন অথবা গাটাপার্চ মাখন কিম্বা রেশম জড়ান থাকে । ৯২। লৌহের তার অপেক্ষা তামার তারে আরো সত্বরে বার্তাবহন হইতে পারে কিন্তু তদ্রুপ তামার তার করিতে হইলে ব্যয় বাহুল্য হয় একারণ লৌহের তার ব্যবহার হইয়াছে। তামার ন্যায় লোহের বিদ্যুৎ সঞ্চালনের শক্তি না থাকাপ্রযুক্ত যে দ্রব্যগুণ সংযোগে কথিত প্রকার কেন্টুয়ায় বিদ্যুৎ উৎপন্ন হইয় থাকে তাহার মধ্যে কথিত প্রকার দ্রাবক অধিক দিতে হয় । তাহা হইলে বিদ্যুতের তেজঃ ও রাশির বুদ্ধি হইয়। বিদ্যুৎ সঞ্চালিত হয় । ৯৩। শ্ৰীযুত হাইটেন সাহেব বিবেচনা করিয়াছেন, যে জনতাবিশিষ্ট নগরে অধিক পাথরিয়া
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।