পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R ইলেকট্রিক টেলিগ্রাফ । করত যে কুঁটি ও ঘণ্টা যন্ত্রেতে থাকে তাহ দ্রৰ করিয়া ফেলে—কখন২ আকাশীয় বিদ্যুতের। দ্বারা চুম্বক ধৰ্ম্মি কাটার চুম্বক ধৰ্ম্ম বিলে,প হয়। কখনই বিদ্যুৎ যন্ত্রেয় মধ্যে যে ধাতু পাত্র থাকে তাহাও দ্রব হইয় অতি ভয়ানক শব্দ হয়, তদন্তে ঐ আকাশীয় বিদ্যুৎ ভূমিতে প্রবেশ করে —কোন২ সময়ে আকাশীয় রিদ্যুতের দ্বারা অত্যন্ত দুর্ঘটনা উপস্থিত হইয়াছিল । কোন একজন যন্ত্র পরিচালক বিদ্যুতীয় যন্ত্র পরিচালন করিতেছিলেন এমত সময়ে ঐ যন্ত্রের তার দিয়া আকাশীয় বিদ্যুৎ প্রবাহিত হইয় তাহার অত্যন্ত পীড়া জন্মাইয়াছিল। - এইৰূপে আকাশীয় বিদ্যুতের দ্বারা বিদ্যুতীয় বাৰ্ত্তাবহ শলাকা ও যন্ত্রের অনেকানিষ্ট হইয়। থাকে । তন্নিবারণার্থ যন্ত্ৰ নিৰ্ম্মাতারা স্ব স্ব অভিপ্রায় মত বিবিধোপায় করিয়াছেন—কেহ বা খুঁটির উপরে যে তার থাকে সেই খুঁটির গাত্রে বা তদুপরি শলাকা স্থাপনা করিয়াছেন, তাহাতে আকাশীয় বিদ্যুৎ, বাৰ্ত্তাবহ তারে প্রবেশন করিয়া