এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ইলেকট্রিক টেলিগ্রাফ। ১১৫ ৯৮। হাড়িহইতে যেৰূপ বাষ্পীয় কলের প্রয়োজন মত বাষ্প রক্ষক কবাটের (Safety vaive) দ্বারা গৃহীত ও ত্যক্ত হইয় থাকে সেইৰূপ দ্রব্যগুণসংযোগাত্মকৃযন্ত্রের হাতলের দ্বারা তারে বিদ্যুতীয় প্রবাহের সমতা, বা আধিক্য হুইয়া থাকে। -> ৯৯। যেৰূপ চুঙ্গির (cylinder) দ্বারা বাষ্পীয় কলের হাড়িহইতে বাষ্পের গতিবিধি হইয়। থাকে, সেইৰূপ বিদ্যুতীয় প্রবাহ শলাকণৰূপ নলের দ্বারা গমনাগমন করিয়া থাকে { সেই যন্ত্রের আকৃতি এইৰূপ । ধ্ৰু আপেনডিক্সের সপ্তমাকৃতি দৃষ্টি করহ।] ক চিহ্নিত পাত্রে ম, ন, চিহ্নিত এক খণ্ড দস্তা ও দণ্ড দ, চিহ্নিত এক খণ্ড তাত্র ঐ ক, ক, চিহ্নিত পাত্রের যে দুইভাগ আছে তন্মধ্যে রাখিতে হইবে। ঐদুইপ্রকোষ্ঠে অস্লোদক (দ্রাবক) থাকে এবং চিত্রেতে যেৰূপ আছে সেইৰূপ করিয়া তাহাতে, তামা ও দস্তার বাইট রাখিতে হইবেক ।