১১৮ ইলেকট্রিক টেলিগ্রাফ। বিদ্যুতের প্রত্যাগতি হয় তদুপরি যে সমস্ত মনুষ্য গমনাগমন করিয়া থাকেম তাহ তাহাদিগের অনুভব হয় না । অনুভব করি পাঠকবর্গ বুঝিয়া থাকিবেন, যে দস্তা ও তাম এবং দ্রাবক মিশ্রিত জল, এই তিন দ্রব্য মিলিত হইলে বিদ্যুৎ উৎপন্ন হইয় থাকে। যেৰূপ তামার দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হইয়া থাকে সেইৰূপ স্বর্ণ ও প্ল্যাটিন এবং কপায় বিদ্যুৎ উৎপন্ন হইতে পারে, কিন্তু স্বর্ণাদিতে ব্যয় বাহুল্য হয় এপ্রযুক্ত তামাই ব্যবহার্য্য আছে। ডাক্তর ওসেনসি সাহেব এতদেশীয় তড়িৎ যন্ত্রে প্ল্যাটিনার পরিবর্তে স্বণ ব্যবহার করিয়াছেন । ঐযুত গ্রোব (Grove) সাহেব ও ডেনিয়াল (Daniel) সাহেব ও পেলেট (Pouillet) সাহেবপ্রভৃতি বিদ্যুৎযন্ত্ৰ নিৰ্ম্মাতার স্বস্বভিপ্রায় মত যন্ত্ৰ নিৰ্ম্মণপূর্বক ব্যবহার করিয়াছেন। - ফলবলতঃ যন্ত্রের আকার ও গঠনানুসারে যে বিদ্যুৎ উৎপত্তি হইয়া থাকে এমত নহে ।
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।