ইলেকট্রিক টেলিগ্রাফ। >२> ১০৫ ৷ বিদ্যুতের অপ তেজে গতি হইলেও ঐ কুঁাটার বক্রগতি করিবার কারণ অনেকানেক যন্ত্ৰ নিৰ্ম্মাতারা অনেকানেক কৌশল করিয়াছেন। তন্মধ্যে সামান্য প্রকার উপায় এই যে, যে তার দিয়া বিদ্যুতের গতি হইয় থাকে সেই তারের প্রান্তভাগ ঐ কঁাটাকে বেষ্টনপূর্বক মণ্ডলাকার করিতে হইবে, তাহাতে তারের প্রত্যেক মোড়ে ঐ কঁাটার প্রত্যেক বার বক্রগতি হইবে অর্থাৎ ঐ তারের যদি পঞ্চাশবার বেড় দেওয়া যায় তাহাতে ঐ কাটায় বিদ্যুতের শতগুণ জোর জন্মাইয়া বক্রগতি হইবে । ১০৬। যে তারে ঐ কঁটি বেষ্টন করা যায় সেই তারকে বিদ্যুৎগতিবাধক দ্রব্যের দ্বারা আবৃত (মাখ) করিতে হইবে নতুবা বিদ্যুৎ কাটায় প্রবেশ না করিয়া তারের অপর মোড়ে প্রবিষ্ট হইবে। যদি বল এমত কোন দ্রব্যের দ্বারা ঐ তারকে আবৃত করা যাইতে পারে ? তদুত্তর এই যে, ঐ তারে রেশম বা কার্পাস •জড়াইতে হইবে, কেননা তুলা ও রেশম বিদ্যুতীয় গতি বাধক দ্রব্য (৭ পরিচ্ছেদ দৃষ্টি করহ ।) द्रे
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।