পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ ইলেকট্রিক টেলিগ্রাফ। ১০৭ ৷ আপেনডিক্সের ৯ আকৃতিতে যেৰূপ জ, ঝ, তার বর্তুলাকার মত ঐ কাটায় জড়ান আছে সেই বৰ্জুলাকার তারক, খ, আকৃতির কা ষ্ঠের আধারের মধ্যে একটা অালের উপর এইৰূপ সংস্থাপন করিতে হইবে যথা : ঐ জ, ঝ, চিহ্নিত জড়ান তারের মধ্যে ট, ঠ, চিহ্নিত কাট। কাষ্ঠাধারে ড, চিহ্নিত আলে বদ্ধ করিতে হইবে। তদুপরি ডাইএল । (অঙ্কিত আবরক) সেই ডাইএলের পার্শ্বে বা উপরে ত, থ, চিহ্নিত হাতল থাকিবে । অন্তরস্থ ট, ঠ, চিহ্নিত কাটা যে ভাবে আছে সেই ভাবে থাকিবে । তদ্বারা অন্তবৰ্ত্তি কাটার যেৰূপ বক্রগতি হইয়া থাকে সেই ৷ ভাবে ত, থ, নামক হাতলের গতি হয়। এক্ষণে যন্ত্র পরিচালকের কিৰূপে তদ্বারা কার্য্য নির্বাহ করিয়া থাকেন তাহ লিখিতেছি। ধ্ৰু আপেনডিক্সের ১০ আকৃতি দৃষ্টিকরহ।] ১০৮ ৷ যে আড়ডায় যিনি যন্ত্র পরিচালক থাকেন তাহারি নৈপুণ্যে বার্তাবহ তারের