ইলেকট্রিক টেলিগ্রাফ । ১২৩ দ্বারা বিদ্যুতীয় প্রবাহের গতি হয় অর্থাৎ তিনি ইচ্ছামত বিদ্যুতের গতির দ্যোতক বা সমত কিম্বা লোপ করিতে পারেন কিন্তু তিনি কি উপায়ে ও কৌশলে তাহা করিতে পারক হয়েন তাহা জানা অতি কৰ্ত্তব্য । ১০৯ ৷ কিন্তু তাহ জানিতে হইলে ইহা জ্ঞাত থাকা উচিত যে, যে যন্ত্রহইতে বিদ্যুদুৎপন্ন হইয়। তারের দ্বারা.গতি করিয়া থাকে সেই তারে কোন ক্রমে ঐ বিদ্যুতের গতির প্রতি বন্ধকতা জন্মাইলে তদ্বারা বিদ্যুতের গতি হয় না । ১১০ ৷ পূৰ্ব্ব প্রকাশ করিয়াছি যে যে তারের দ্বারা বিদ্যুতের গতি হইয়া থাকে সেই তারের এক প্রান্তে যন্ত্রস্থ সম বন বিষমা করে (তামায় বা দস্তায়) পাইনের দ্বারা তার বদ্ধ থাকে, অপরপ্রান্ত ধাতু খণ্ডে সম্বদ্ধ হইয়৷ পৃথিবীর মধ্যে প্রোথিত থাকে । যে তার তামায় যুক্ত হইয়া পৃথিবীতে পোত থাকে তাহাকে বিদ্যুতের সমাকর বলা যায়। যে তার দস্তায় যুক্ত হইয়। মাটীতে প্রোথিত থাকে তাহাকে বিষমাকর বলে। খুঁটির উপরের তার ট ২
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।