১২৪ ইলেকট্রিক টেলিগ্রাফ। দিয়! যেৰূপ বিদ্যুতের গতি হইয় থাকে সেইৰূপ ভূমির মধ্য দিয়াও গতি হয় । ১১১। কোনক্রমে তার ছিড়িয়া গেলে ঐ ছিন্ন তার দিয়া বিদ্যুতের গতি হইতে পারে না কিন্তু ঐ দুই ছিন্ন খণ্ড পুনৰ্ব্বার জোড়া দিলে পূৰ্ব্বমত তদ্বারা বিদ্যুতের গতি হইয় থাকে । ১১২। বিছাদুৎপাদক যন্ত্রের সম আকরের তারে বিষমকরের তার সংযুক্ত করিলে তদ্বারা বিদ্যুতের পূর্ব যেৰূপ গতি হইত সেইৰূপ না হইয়া বিপরীত গতি হইয়া থাকে । ১১৩ ৷ যদি একটা তার ছিন্ন হয় এবং সেই তার অপর তারের সহিত সংযুক্ত করা যায় তাহাতে যে তার সংযুক্ত হইল তাহাতে বিদ্যুতের পূৰ্ব্বমত গতি না হইয় যে তারের সহিত মিলিত হইল সেই তারে যেৰূপ বিদ্যুতের গতি সেইৰূপ তাহাতেও গতি হইবে । ১১৪। অপরাপর কৌশলে ও শিল্পনৈপুণ্যে যন্ত্রপরিচালকেরা যেৰূপ ও নিয়মে যন্ত্র চালাইয়। থাকেন তাহাও লিখিতেছি। যদিও যন্ত্র চালানের অসঙ্খ্য উপায় অাছে তত্তাবৎ লিখনের
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।