ইলেকটিক টেলিগ্রাফ। ১২৫ প্রয়োজন নাই, তবে যাহা মুখ্য কম্প তাহ প্রতিকৃতির সহিত প্রকাশ করিতেছি । • ১১৫ । প্রতিকৃতির মধ্যস্থ যে মণ্ডলাকার দৃষ্টি করিতেছ, তাহা প্রায় হস্তিদন্তের বা কাষ্ঠের অথবা অপর কোন প্রকার বিদ্যুৎ গতিবাধক বস্তুতে নিৰ্ম্মিত হইয় থাকে। এই চক্রাকারের বেড়ে Ꮦ, ছ, জ, ঝ, এ3, ট, टैं, নামক ধাতু খণ্ড ংযুক্ত থাকে, এই ধাতু খণ্ড সকল ইষ্ণুপের (কীলকের) দ্বারা চক্রে বদ্ধ এবং সেই কীলকে ধাৰ্ত্তাবহ তার সংযুক্ত থাকে। ১১৬ । ঐ চক্রের মধ্যে ঘড়ির কাটার মত দুইটা ক, কত নামক হাতল আছে। যেমত ঘড়ির মিনিটের কাটা ও ঘণ্টার কাটা এককীলকে বদ্ধ হইয়া স্বতন্ত্র২ চল্লিয় থাকে সেইৰূপ ঐ হাতলও যুরাইলে স্বয়ং চলে। ঐ ধাতু নিৰ্ম্মিত তারের শেষভাগ ঐ চক্রে লগ্ন থাকে। চক্রের নিমুভাগে গ, নামক দ্বিতীয় হাতল আছে এই ছাতল ঘ, চিহ্নিত আলের উপুর থাকিয় উৎ ও ত, পর্যন্ত ঘুরিয়া আইসে । ১১৭। ইহাতে পাঠকবর্গ অনায়াসে বুঝি
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।