পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ৪২৭ সংযোগ থাকে সেই তারকে উপরের তার বলে । -১২১ ৷ যে তারের সহিত মধ্যবর্তি আড়ায় যোগ থাকে তাহাকে নীচের তার বলে । [হাওড়াহইতে পাণ্ডুয়াপর্য্যন্ত বিদ্যুতীয় বার্তাবহ তার বিস্তার থাকিলে যে তারের দ্বারা শ্রীরামপুরের বা হুগলির ষ্টেসন হাওড়ার অন্তিম আডডর সহিত সংযুক্ত থাকিবেক সেই তার সেই ষ্টেসনের উপরের বা জ তার এবং যে তারে ঐরামপুরের বা হুগলির ষ্টেসন পাণ্ডুয়ার স্টেসলের সহিত মিলিত থাকিবেক সেই তার ঐ২ স্টেসনের নিমের বা ঝ, তার } এক ষ্টেসনহইতে অন্য ষ্টেসনে ষেৰূপ বিদু্যতের গতি হইয়া থাকে তাহ লিখিতেছি । ১২২। প্রথমতঃ সঙ্কেত প্রেরণ, দ্বিতীয়তঃ গ্রহণ ! ১২৩ ৷ সম্বাদ পাঠাইতে হইলে আপনার যন্ত্রহইতে বিদ্যুৎ সঞ্চালন করিতে হয় । ১২৪ । সম্বাদ পাইতে হইলে, উপরের জ'ব। নীচের রা, তার দিয়া প্রবাহাত্মক সঙ্কেত বুঝাইয়া থাকে ।