ইলেকট্রিক টেলিগ্রাফ । \లి পত্রদির গতিবিধি কোনক্রমে হইতে পারে না, একারণ যে সাহেব ঈদৃশ অতাবনীয় অমানসিক ব্যাপার প্রকাশ করিয়াছেন, তিনি রাজা বিক্রম৷দিত্যের মত বেতালসিদ্ধ অথবা অন্য প্রকার পিশাচ সিদ্ধ হইবেন, এবং সেই সিদ্ধ”শক্তিতে এইৰূপ বুদ্ধির অগম্য কৰ্ম্ম কুহকের বা ইন্দ্রজালের দ্বারা সমাধান করিতে পারক হইয়াএছন। কেহ২ এমত অনুভব করিয়া থাকেন, যে, যেৰূপ দর্পণের দ্বার প্রতিবিম্বের দর্শন হইয়া থাকে অথচ যে বিষয় দর্শন করা যায় তাহর সহিত দর্পণের ও অক্ষির কোন সম্বন্ধ থাকেন, সেইৰূপ কোন দ্রব্যসহকারে সলাকার দ্বারা কাগজে ব। অন্য পত্রোপরি লিখিত অক্ষর দর্শন হইয়া থাকে | এইৰূপে অনেকে অনেক অনুমান, উপমান ওঁ বিবেচনা করিয়া থাকেন, সেই সমস্ত সংগ্ৰহ- · পূর্বক লিখিলে তাহাতেই এক খণ্ড পুস্তক লিখিতে হয়, একারণ এই মাত্র লিখিয়া ক্ষমন্ত হইতে হইল”। একথা অম্মদেশীয় প্রায় সমস্ত লোকে কোন ক ২
পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।