পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ. ১২৯ এবং ঐ চক্রের পশ্চাৎভাগে যে অপর হাতল আছে তাহার একটা হাতল ট, উপর আর একটা হাতল বা, উপর লওয়া হইয়া গ, হাতলকে ট, ঠ, উপর লইতে হইবেক এইৰূপ হাতল ঘুরাইলে এক অন্তিম আডতাহইতে অন্য ভান্তিম আডিডায় বিদ্যুতীয় প্রবাহের গতি হইবে। বিদ্যুতের যে স্বাভাবিক গতুি হয় তাহার বিপরীতদিগে গতি এইরূপুে হইয় থাকে। ১২৮ । উপরের তার দিয়া বিদ্যুতের গতি করাইতে হইলে ক, হাতলকে জ, উপর এবং অপর ক, হাত লকে ট, উপর ও গ, হাতলকে ট, উপর লইতে হইবেক । কিন্তু ক, হাতলকে ট, উপর এবং গ ক্লে ট, উপর লওয়া হইলে বিদ্যুতের বিপরীত গতি হুইবে অর্থাৎ ক, গ, হাতলকে ট, ঠ, মধ্য যে ব্যবধান আছে তন্মধ্যে ঘুরাইলে বিদ্যুতের বিপরীতদিগে গতি হইবে । - যেরূপে বিদ্যুৎ প্রবাহের গতি রোধ অথবা ক্রমশঃ সঞ্চtলন হইয়া থাকে । ১২৯ চ ছ জ, ঝ, $, ট, ঠ, নামক