পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০ ইলেকট্রিক টেলিগ্রাফ। ধাতু খণ্ডের উপর হাতলের উপযুপরি থাকার অন্যথা করিলে অর্থাৎ হাতলকে স্বতন্ত্র করিলে বিদ্যুতীয় প্রবাহের গতি স্থকিত হইবে আবার যখন চ, ছ’ ইত্যাদি ধাতুখণ্ডের উপর ঐ হাতল লইয়া যাওয়া হইবে তখন আবার বিদ্যুতের গতি হইবে। ১৩০ । যে পাত্রেব উপর এই চক্র থাকে সেই পাত্রের মধ্যে পূৰ্ব্ব কথিত প্রকার কাটা তারে সমাবদ্ধ হইয়া থাকে জানিবেন । প্রাগুক্ত পরিচ্ছেদের দ্বারা যেৰূপ বিদ্যুৎ উৎপাদক যন্ত্র ও তদঙ্গ সঞ্চালিত হয় তাহা এক প্রকার ব্যাখ্যা করিলাম, এক্ষণে বিদ্যুৎ আগম নিগমে যন্ত্রের দ্বারা যেৰূপে কৃতকার্য্য হইতে হয় তাহা প্রকাশ করিতে প্রবৃত্ত হইলাম । ১৩১ ৷ যৎকালে আডিডাস্থ যন্ত্র পরিচালক বিদ্যুৎ পরিচালনার্থ নিযুক্ত না থাকেন তখন র্তাহাকে অপর আডডাহইতে আগন্তুক সংবাদের প্রতীক্ষায় থাকিতে হয়। বিশেষতঃ অপরাপর আডডাহইতে সঙ্কেত আসিবার পূৰ্ব্বে সতক্কার্থ ঘণ্টাও বাজিয়া থাকে।