পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। >Nう> ১৩২ ৷ ঘণ্টা কিৰূপে বাজে এবং যন্ত্র পরিচালকের বা কিৰূপে তদ্বনি শুনিতে পান তাছাও লিখিতেছি । যেৰূপে ঘন্টার ধুনি হইয়া থাকে - তদ্বিবরণ । RINGING THE ALARUM. ১৩৩ । চতুর্থাধ্যায়ে প্রকাশ করিয়াছি যে চক্রের চ, ছ’ চিহ্নিত ধাতুখণ্ডের যোগে যে তার থাকে সেই তারের দ্বারা ঘণ্টাও বদ্ধ থাকে। ১৩৪। যেহেতু চ, ছ’ ধাতুখণ্ড তারের দ্বারা সম্বদ্ধ, একারণ বামের ক, হাতলকে চ, ধাতুখণ্ডের উপর এবং ডাহিনের ক, হাতলকে ছ, উপর আনিতে ইহবেক। । ১৩৫ ৷ যে চক্রাকারে ঐ চ, ছ জ, ইত্যাদি ধাতুখণ্ড কীলকের দ্বারা আবদ্ধ আছে তচ্চক্রের পশ্চাৎভাগে দুইটা হাতল থাকে য়েই হাতলের একটা হাতলকে ছপর আর একটা হাতলকে বী, উপর আনিতে হইবে।